• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

উপজেলা নির্বাচন ১ম ধাপ

নড়িয়ায় মামুন সিকদার ও ভেদরগঞ্জে গুলফাম অলোচনায় শীর্ষে

  • ''
  • প্রকাশিত ০৫ মে ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ১ম ধাপে শরীয়তপুওে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দুটি উপজেলাতেই প্রতিদ্বন্দিতা ও শান্তিপূর্ন পরিবেশেষে প্রচার প্রচারনা চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন দাঙ্গা হাঙ্গামা বা মারা মারির ঘটনা ঘটেনি। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দিতা করছেন তাদেও সকলেই সরকার দলীয় প্রার্থী। কেউ গোপনে এমপির প্রার্থী হয়ে মাঠে কাজ করছেন। আবার কেউ প্রতিপক্ষ হয়ে জনগনের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারনার প্রায় শেষ পর্যায়ে এসে নির্বাচন বেশ জমে উঠেছে। এ নির্বাচনে নড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে দৃশ্যমান ৩ জন প্রার্থী মামুন সিকদার (ভিপি মোস্তফা) ঘোড়া , আলাউদ্দিন বেপারী আনারস ও একেএম ইসমাইল হক মোটর সাইকেল। এদের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে ঘোড়া ও মোটর সাইকেলের মধ্যে । বিশেষ করে মামুন সিকদারের সাথে ১৪টি ইউপি চেয়ারম্যান দের বেশী ভাগই সমর্থন দিয়ে কাজ করছে। সাথে রয়েছে নড়িয়া পৌরসভার মেয়র । পাশাপাশি মোটর সাইকেল মার্কার প্রার্থী একেএম ইসমাইল হক দু বার উপজেলা চেয়ারম্যান ও সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ছোট ভাই। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে রাজিয়া সুলতানা মনি হাস মার্কাার সমর্থন তুঙ্গে। একজন শিক্ষিতা নারী হিসেবে সকলেই তাকে পছন্দ করে।

এ দিকে ভেদরগঞ্জ উপজেলায় দু’জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন । এরা হলেন শহীদ বুদ্ধিজীবি ডাঃ হুমায়ুন কবীর এর ছেট ভাই ও বিশ^ ব্যাংকের সাবে কান্ট্রি ডাইরেক্টর ডাঃ ফয়সাল কবীর এর ও ছোট ভাই , বুয়েট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী ওয়াছেল কবীর গুলফাম (আনারস) ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্যা (মোটর সাইকেল )। এদের মধ্যে প্রকৌশলী ওয়াছেল কবীর গুলফাম এর জনসমর্থন রয়েছে শীর্ষে । চরাঞ্চলের ঐতিহ্যবাহী বকাউল পরিবারের সন্তান হিসেবে ভোটাররা ওদিকেই ঝুকেছে বেশী। তারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ও রিটানিং কর্মকর্তা এ নির্বচন ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তÍতি নিয়েছেন। তবে এখানে এমপি একেএম এনামূল হক শামীম মোটর সাইকেলের পক্ষে কাজ করছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন গুলফাম।

জেলা রিটানিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্ততি রয়েছে। আশা করছি জনগনের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads